গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি এলাকায় তুরাগ নদীর ব্রিজসংলগ্ন অংশে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ ভেসে এসেছে।
রোববার দুপুরে স্থানীয়রা নদীতে মরদেহটি ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, “মরদেহ উদ্ধারে পুলিশ কাজ করছে। বিষয়টি নৌ পুলিশকে অবহিত করা হয়েছে। তারা পৌঁছালে মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি টাঙ্গাইল এলাকা থেকে ভেসে আসতে পারে।”
এই রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ইএইচ