গুরুদাসপুরে সেনা অভিযানে অবৈধ দেশি মদের কারখানা শনাক্ত, গ্রেপ্তার ৪

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ০৩:০৭ পিএম
গুরুদাসপুরে সেনা অভিযানে অবৈধ দেশি মদের কারখানা শনাক্ত, গ্রেপ্তার ৪

নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের কোলাকান্তনগর গ্রামে অবৈধ দেশি মদ উৎপাদন ও সংরক্ষণের বিরুদ্ধে সেনাবাহিনী একটি সফল অভিযান পরিচালনা করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত গভীর রাতে সেনাবাহিনীর একটি দল এ অভিযান চালায়। 

অভিযানে একটি অবৈধ দেশি মদ তৈরির কারখানা শনাক্ত করা হয় এবং ঘটনাস্থল থেকে চারজনকে হাতেনাতে আটক করা হয়। তারা হলেন—বাসনা রানী, উজ্জ্বল, বিমলা ও জগেস।

অভিযানকালে কারখানা থেকে প্রায় ৪৫ লিটার প্রস্তুতকৃত দেশি মদ এবং বিপুল পরিমাণ কাঁচামাল জব্দ করা হয়, যা দিয়ে আরও মদ তৈরির প্রস্তুতি চলছিল।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্যসহ তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।

সেনাবাহিনীর এই অভিযান এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক উৎপাদন চলছিল, যা নিয়ে তারা উদ্বিগ্ন ছিলেন। সেনাবাহিনীর হস্তক্ষেপে তারা স্বস্তি অনুভব করছেন।

জননিরাপত্তা নিশ্চিত ও সামাজিক অবক্ষয় রোধে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনা ক্যাম্প।

ইএইচ