টাঙ্গাইলে ড্যাবের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ০৫:৩৭ পিএম
টাঙ্গাইলে ড্যাবের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ধারাবাহিক কটূক্তি ও অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। 

মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

ড্যাব টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ডা. আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, ডা. রফিকুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাবিবুল আলম শাতিল, জাহিদ হোসেন মালা ও জেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাতেন প্রমুখ।

বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনের এই সময় বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে কুৎসা রটানো হচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তারেক রহমানের বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য শুধু ব্যক্তি আক্রমণ নয়, বরং দেশের বৃহৎ রাজনৈতিক শক্তির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ।

তারা বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা থামিয়ে দিতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচারে লিপ্ত হয়েছে, যা কখনোই মেনে নেওয়া হবে না।

সমাবেশ থেকে টাঙ্গাইল মেডিকেল কলেজে ড্যাব ও ছাত্রদলের ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বক্তারা বলেন, শিবির ও স্বৈরাচারী শক্তির প্রত্যক্ষ মদদে এই ঘটনা ঘটেছে, যা ড্যাবের মতো একটি পেশাজীবী সংগঠনের সম্মানহানির সামিল। তারা এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান।

ইএইচ