বৃষ্টিভেজা সকালে ২ পরীক্ষার্থীকে পৌঁছে দিলেন ওসি

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০১:১৫ পিএম
বৃষ্টিভেজা সকালে ২ পরীক্ষার্থীকে পৌঁছে দিলেন ওসি

বৃষ্টিতে যানবাহন বন্ধ, পরীক্ষায় পৌঁছানো অনিশ্চিত—ঠিক এমন সময় মানবতার হাত বাড়িয়ে দিলেন পুলিশ কর্মকর্তা। নওগাঁর পোরশা থানার ওসি আবু বক্কর ছিদ্দিক নিজের গাড়িতে তুলে সঠিক সময়ে পরীক্ষার হলে পৌঁছে দিলেন ষষ্ঠ শ্রেণির দুই পরীক্ষার্থীকে।

নারায়ণ (১২) ও আনন্দ (১২), দুজনেই নওগাঁর পোরশা উপজেলার মামাতপুর গ্রামের বাসিন্দা। তারা সাপাহার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ শ্রেণিতে পড়ে।

মঙ্গলবার সকাল ৮টায় তাদের পরীক্ষা ছিল। তবে টানা বৃষ্টিতে রাস্তা ছিল ফাঁকা, কোনো যানবাহনের দেখা নেই। ভিজতে ভিজতে দাঁড়িয়ে ছিল দুই কিশোর, মন খারাপ—পরীক্ষা হয়তো আর দেওয়া হবে না।

ঠিক সেই মুহূর্তে সরকারি কাজে পোরশা থেকে সাপাহার যাওয়ার পথে তাদের দেখতে পান থানার অফিসার ইনচার্জ আবু বক্কর ছিদ্দিক। মানবিকতা দেখিয়ে তিনি নিজের গাড়িতে দুই শিক্ষার্থীকে তুলে নেন এবং সরাসরি পরীক্ষার হলে পৌঁছে দেন।

হলে পৌঁছে বেশ খুশি নারায়ণ ও আনন্দ। তারা বলে, ‘আজ আমরা পরীক্ষা দিতে পারছি—ভালো করব। বড় হয়ে মানুষের উপকার করব।’

দুই ছাত্রের এমন প্রতিক্রিয়ায় মুগ্ধ হয়েছেন এলাকাবাসীও। অনেকেই বলেন, সমাজে এখনো ভালো মানুষ আছে বলেই মানবতা বেঁচে আছে। এমন মানবিক কর্মকাণ্ডে প্রশংসায় ভাসছেন ওসি আবু বক্কর ছিদ্দিক।

একজন কর্মকর্তা হয়েও শিশুদয়ের পাশে দাঁড়ানোয় স্থানীয়ভাবে তাকে জানানো হচ্ছে অভিনন্দন ও কৃতজ্ঞতা। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে লিখেছেন—‘সেলুট ওসি সাহেব, মানবতা বেঁচে থাকুক আজীবন।’

বিআরইউ