জুলাই শহীদ দিবস উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা

ঝালকাঠি প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০৭:৪২ পিএম
জুলাই শহীদ দিবস উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা

জুলাই শহীদ দিবস উপলক্ষে ঝালকাঠিতে শহীদদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান। 

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওছার হোসেন।

আলোচনা সভায় জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। 

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, সরকারি কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, “জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায়। গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে যারা জীবন দিয়েছেন, তাদের প্রতি জাতি চিরঋণী। তাদের আত্মত্যাগ আমাদের নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা।”

অনুষ্ঠানে বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, “দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় তাঁদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রতি বছর নিয়মিতভাবে এ দিবস পালনের মাধ্যমে আগামী প্রজন্মকে ইতিহাস সম্পর্কে সচেতন করা জরুরি।”

আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ইএইচ