ফেনীতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০৮:০৭ পিএম
ফেনীতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত

ফেনীতে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। 

বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত জুলাই যোদ্ধারা, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাগণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এর মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম, এবি পার্টি ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা। এছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা সভায় অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এরপর জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরিশেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ইএচ