মাগুরায় শহীদ স্মরণে জেলা বিএনপির মৌন মিছিল ও মিলাদ মাহফিল

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০৪:৫১ পিএম
মাগুরায় শহীদ স্মরণে জেলা বিএনপির মৌন মিছিল ও মিলাদ মাহফিল

দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মাগুরা জেলা বিএনপির উদ্যোগে মৌন মিছিল ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে শহরের প্রধান সড়ক থেকে মৌন মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাজীসাহেবর মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে মিলাদ মাহফিলে পরিণত হয়। 

সেখানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমদের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুকুজ্জামান ফারুক, অ্যাডভোকেট রোকনুজ্জামান খান, অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, সদস্য মাসুদ হাসান খান কিজিল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ ও সদস্য সচিব মো. আব্দুর রহিম এবং জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হিরা প্রমুখ। এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

নেতৃবৃন্দ বলেন, “বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদদের আত্মত্যাগ একটি অনন্য দৃষ্টান্ত। বিএনপি সেই আদর্শ ও আত্মত্যাগের পথেই এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনের ধারাবাহিক অংশ হিসেবেই এ কর্মসূচি পালন করা হয়েছে।”

মিলাদ মাহফিলে দেশের শান্তি, গণতন্ত্রের পুনরুদ্ধার ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

ইএইচ