গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে উপজেলার ধামরাই-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন—গাজীপুর জেলার শ্রীপুর থানার কেউরা পশ্চিম খণ্ড গ্রামের শফিকুল ইসলাম (৫৩) এবং বগুড়া জেলার আলী ঈশ্বরঘাট এলাকার সাদেক আলীর মেয়ে নাসরিন নাহার (৩০)। এছাড়া নাসরিনের স্বামী ও সন্তানও দুর্ঘটনায় মারা গেছেন বলে জানা গেছে, তবে তাদের বিস্তারিত পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়িয়া থেকে ধামরাইমুখী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, “ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। মরদেহগুলো উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ইএইচ