পাকুন্দিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০৫:০৮ পিএম
পাকুন্দিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে রাফসান (১৮ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, সকালে ঘরের ভেতরে খেলছিল রাফসান। একপর্যায়ে তাকে ঘরে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। বিভিন্ন স্থানে খোঁজার পর বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু নিশ্চিত হয়। 

স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার আমিনুল ইসলাম ও এলাকাবাসী জানান, শিমুলিয়া গ্রামের ভুইয়া বাড়ির বাসিন্দা দেওয়ান মিয়ার নাতি ও মুস্তাকিমের ছেলে রাফসান খেলাধুলার এক ফাঁকে পুকুরে পড়ে যায়।

এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন বলেন, “বাড়ির আঙিনায় খেলাধুলার সময় পরিবারের অগোচরে শিশুটি পুকুরে পড়ে ডুবে যায়। মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

ইএইচ