গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে কুড়িগ্রামে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০৪:০৮ পিএম
গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে কুড়িগ্রামে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুড়িগ্রামে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার সকালে জেলা প্রশাসন চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহফুজুর রহমান, শহীদ নুর আলমের স্ত্রী খাদিজা খাতুন, শহীদ আশিকের পিতা চাঁদ মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, এনসিপির জেলা সমন্বয়ক মুকুল মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদসহ জুলাই যোদ্ধারা।

ইএইচ