বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির বিরুদ্ধে ‘কটূক্তিমূলক অপপ্রচারের’ প্রতিবাদে হবিগঞ্জের চুনারুঘাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো।
শনিবার উপজেলা ও পৌর বিএনপির যৌথ ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজ আলী মীরের সঞ্চালনায় আয়োজিত সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা একযোগে বক্তব্য দেন।
সভায় বক্তব্য রাখেন— পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক তরফদার আবিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম সরকার, যুবদল নেতা রফিক তালুকদার, ছাত্রদল নেতা ইমন, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, একটি কুচক্রী মহল বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচার বন্ধ না হলে বিএনপি কঠোর কর্মসূচির মাধ্যমে এর দাঁতভাঙা জবাব দেবে।
বিআরইউ