সিলেট সীমান্তে আড়াই কোটি টাকার চোরাচালানী জব্দ

সিলেট ব্যুরো: প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০৩:৪৪ পিএম
সিলেট সীমান্তে আড়াই কোটি টাকার চোরাচালানী জব্দ

সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় ব্যাপক অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৪৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২২ জুলাই) রাত থেকে বুধবার (২৩ জুলাই) ভোর পর্যন্ত ৪৮ বিজিবি ব্যাটালিয়নের বিভিন্ন বিওপির টহল দল এ অভিযান চালায়।

বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কালাইরাগ, বিছনাকান্দি, সংগ্রাম, উৎমা, সোনারহাট, পাথর কোয়ারি, বাংলাবাজার এবং পান্থুমাই সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিজিবির টহল দল চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য সফলতা পেয়েছে।

জব্দকৃত চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে—

ভারতীয় ঔষধ, কসমেটিকস, ফেসওয়াশ, শ্যাম্পু, বডি স্প্রে, অলিভ অয়েল, ভিক্স, রেক্সোনা, চকলেট, গুড়া দুধ, সুপারি, গরু, জিরা, বিড়ি, মুভ অয়েন্টমেন্ট, বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, শিং মাছ ও অবৈধভাবে উত্তোলনে ব্যবহৃত পাথরবোঝাই নৌকা।

সব মিলিয়ে এসব পণ্যের বাজারমূল্য ২ কোটি ৪৩ লাখ ৫৩ হাজার ৩২০ টাকা বলে জানায় বিজিবি।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

বিআরইউ