শনিবার (২৬ জুলাই) মধুপুর উপজেলা পরিষদ হলরুমে সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয় মধুপুর উপজেলা। এ উপলক্ষে উপজেলা সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে স্থানীয়ভাবে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে মূল অনুষ্ঠানস্থলে বক্তৃতা দেন সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক উপদেষ্টা শারমিন এস. মুরশিদ। মধুপুর থেকে আলোচনায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোস্তফা হোসাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমী।
এ সময় উপস্থিত ছিলেন মধুপুরে জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন বলেন, সমাজ উন্নয়ন, নারী-শিশু সুরক্ষা, শিক্ষার প্রসার ও মানবিক মূল্যবোধের চর্চা এখন সময়ের দাবি। জুলাই পুনর্জাগরণ কর্মসূচির মাধ্যমে তরুণ সমাজকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হচ্ছে।
অনুষ্ঠানে শেষে স্থানীয় শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিআরইউ