গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মকস বিলে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিন তরুণের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহতরা হলেন—সাভারের শিমুলিয়া ইউনিয়নের হালিম মিয়ার ছেলে রফিকুল ইসলাম (১৮), কার্লসুরিচালা গ্রামের বাবুল মিয়ার ছেলে শিমুল (১৯) এবং সফিক মিয়ার ছেলে মেহেদী হাসান (১৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে পাঁচ বন্ধু মিলে উপজেলার মৌচাক এলাকার মকস বিলে ঘুরতে যান। এ সময় হঠাৎ তীব্র বাতাসের কারণে তাদের নৌকাটি ডুবে যায়। এতে সবাই পানিতে পড়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে দুজনকে জীবিত উদ্ধার করলেও বাকিদের খুঁজে পাওয়া যায়নি।
পরে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। শনিবার সকালে রফিকুল ইসলামের এবং বিকেলে শিমুলের মরদেহ উদ্ধার করা হয়। রোববার সকালে মেহেদী হাসানের মরদেহও উদ্ধার করা সম্ভব হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, “মকস বিলে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা তিন তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান সম্পন্ন হওয়ায় এটি সমাপ্ত ঘোষণা করা হয়েছে।”
ইএইচ