তজুমদ্দিনে নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ১২:১৫ পিএম
তজুমদ্দিনে নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

‘জুলাই পূর্ণজাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’ উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় বিনামূল্যে চিকিৎসা সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী ক্যাম্পে এ সেবা কার্যক্রম পরিচালনা করে নৌবাহিনীর একটি প্রশিক্ষিত চিকিৎসক দল।

দিনব্যাপী এ আয়োজনে তজুমদ্দিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা নারী, পুরুষ, শিশু ও প্রবীণসহ প্রায় ৩০০ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসাসেবার মধ্যে ছিল সাধারণ চিকিৎসা ছাড়াও চক্ষু, চর্ম, হৃদরোগ, শিশু ও ডায়াবেটিস রোগের বিশেষজ্ঞ পরামর্শ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা। এছাড়া অনেক রোগীর মাঝে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী জানান, ‘অর্থের অভাবে অনেক সময় চিকিৎসকের কাছে যাওয়া সম্ভব হয় না। এখানে এসে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে আমরা দারুণভাবে উপকৃত হয়েছি।’ তাঁরা নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।

চিকিৎসা কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিরা। ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. শাহজান বলেন, ‘নৌবাহিনীর এ ধরনের উদ্যোগ শুধু চিকিৎসা নয়, এটি একটি মানবিক প্রয়াস—যা মানুষের মনে আস্থা ও ভালোবাসা তৈরি করে।’

বাংলাদেশ নৌবাহিনীর এক কর্মকর্তা বলেন, ‘সামুদ্রিক জনপদের মানুষের কল্যাণে নৌবাহিনী সবসময় আন্তরিক। এই চিকিৎসা কার্যক্রম আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।’

চিকিৎসাসেবা শেষে স্থানীয়দের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নৌবাহিনী একটি পরামর্শমূলক সেশনও পরিচালনা করে। এতে অংশগ্রহণকারীরা স্বাস্থ্যবিষয়ক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পান।

উল্লেখ্য, ‘জুলাই পূর্ণজাগরণ’ উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী দেশের বিভিন্ন স্থানে জনসেবামূলক কর্মসূচি হাতে নিয়েছে। তজুমদ্দিনের এই চিকিৎসা সেবা তারই অংশ।

বিআরইউ