পাঁচবিবিতে শিক্ষার্থীদের সাফল্যে সম্মাননা প্রদান

আলী হাসান, জয়পুরহাট  প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০৬:০৮ পিএম
পাঁচবিবিতে শিক্ষার্থীদের সাফল্যে সম্মাননা প্রদান

জয়পুরহাটের পাঁচবিবিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ৩৭ জন শিক্ষার্থীর মাঝে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে।

সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় ‘পারফরমেন্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (PBGS)’ স্কিম, এসইডিপি প্রকল্পের আওতায় উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান খাঁন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাটের ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, জেলা সহকারী পরিদর্শক গৌতম দাস, বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ সেলিনা আক্তার চৌধুরী, ধুরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেন চৌধুরী এবং কৃতী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন এত্তাদুল ইসলাম ও উম্মে কুলসুম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা শেষে অতিথিবৃন্দ কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

ইএইচ