মাইলস্টোন ট্রাজেডি: সখীপুরের হুমায়রার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০৭:২৫ পিএম
মাইলস্টোন ট্রাজেডি: সখীপুরের হুমায়রার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহত টাঙ্গাইলের সখীপুরের মেহেনাজ আফরিন হুমায়রার কবরে বিমান বাহিনীর সদস্যরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সোমবার দুপুরে উপজেলার করণিপাড়া গ্রামের হুমায়রার বাড়িতে বিমান বাহিনীর প্রধানের পক্ষে বীর উত্তম সুলতান মাহমুদ ঘাঁটির রক্ষণাবেক্ষণ শাখার অধিনায়ক উইং কমান্ডার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা হুমায়রার পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং শোক প্রকাশ করেন।

শ্রদ্ধাঞ্জলিতে বিমান বাহিনীর অন্যান্য সদস্য এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

উইং কমান্ডার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমরা সমগ্র দেশবাসীর সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা ওই দুর্ঘটনায় গভীরভাবে মর্মাহত ও শোকাহত। আমরা নিহতদের পরিবারের জন্য আল্লাহর কাছে ধৈর্যের শক্তি কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করছি।”

তিনি আরও বলেন, “বিমান বাহিনী সর্বদা জনগণের পাশে রয়েছে, সাহায্য ও সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও আমরা এ অবস্থান বজায় রাখব।”

এছাড়া তিনি জানান, বিমান বাহিনী আহতদের জন্য একটি জরুরি সেল গঠন করেছে, যেখানে ২৪ ঘণ্টা বার্ন ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বজায় রাখা হচ্ছে এবং বিমান বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

ইএইচ