বরিশালে মধ্যযুগীয় কায়দায় কুকুরকে হত্যা

বরিশাল ব্যুরো ও বাকেরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ০৮:৩২ পিএম
বরিশালে মধ্যযুগীয় কায়দায় কুকুরকে হত্যা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় একটি কুকুরকে গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলিয়ে এবং পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে স্থানীয় কয়েকজন যুবক। 

সোমবার বিকেলে উপজেলার কলসকাঠী ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তায় ঘোরাঘুরি করা একটি নিরীহ কুকুরকে ধরে গলায় দড়ি দিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে পিটিয়ে হত্যা করে কয়েকজন বখাটে। সেই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন স্থানীয় মোজাম্মেল হোসেন মোহন নামের এক ব্যক্তি।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। অনেকেই ঘটনাটিকে ‘মানবতাবিরোধী’ এবং ‘মধ্যযুগীয় বর্বরতা’ বলে আখ্যা দেন। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বিষয়টি বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ওসি ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের জানান।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, “বিষয়টি জানার পরপরই অভিযুক্তদের শনাক্ত করে আটকের জন্য অভিযান চালানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, “ঘটনাটি আমি অবগত হয়েছি। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।”

ইএইচ