পাটগ্রামে অতিরিক্ত দামে সার বিক্রি, এক দোকানিকে অর্থদণ্ড

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ০৮:৩৬ পিএম
পাটগ্রামে অতিরিক্ত দামে সার বিক্রি, এক দোকানিকে অর্থদণ্ড

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় কৃষকের কাছে সারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়ার অভিযোগে এক দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলার রসুলগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ। 

অভিযানে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে আরাফাত সার ঘরের মালিক মো. আরাফাত হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ সময় ভুক্তভোগী কৃষকের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া হয়। অভিযানের সময় পাটগ্রাম থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, "সারের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য নেওয়ায় একজন ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। কৃষকের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।"

ইএইচ