নাটোরের বাগাতিপাড়ায় জুলাই-২০২৫ মাসের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজনের সভাপতিত্বে সভায় বিগত জুন মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিয়াজুল হাসান।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুচনা মনোহার, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, দয়ারামপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা প্রমুখ।
এছাড়াও সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইমাম, পুরোহিত, সুধীজন ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ইএইচ