বিএনপি অফিসের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০৬:২১ পিএম
বিএনপি অফিসের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়াকে কেন্দ্র করে দোকান মালিক জাহাঙ্গীর ভূঁইয়াকে (৫০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। 

বুধবার দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহমুদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য নিহত জাহাঙ্গীর ভূঁইয়ার দোকান ভাড়া নেন বিএনপির সাবেক ওয়ার্ড সাধারণ সম্পাদক তোতা মেম্বার। প্রায় এক বছর আগে চুক্তি অনুযায়ী দোকানটি বার্ষিক ৩০ হাজার টাকায় ভাড়া নেওয়া হলেও দীর্ঘদিন ধরে ভাড়া পরিশোধ করা হয়নি।

বুধবার বেলা ১১টার দিকে দোকান মালিক জাহাঙ্গীর ভূঁইয়া বকেয়া ভাড়া (১০ হাজার টাকা) চাইতে গেলে তোতা মেম্বার, তার ছেলে ও কয়েকজন সহযোগী মিলে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে মারধরের শিকার হয়ে জাহাঙ্গীর মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, “ঘটনার পেছনে ভাড়া সংক্রান্ত বিরোধ রয়েছে। তোতা মিয়া জাহাঙ্গীরের কাছ থেকে তিনটি দোকান ভাড়া নিয়েছিলেন। এর মধ্যে দুইটির ভাড়া পরিশোধ করা হলেও, যে দোকানে বিএনপির কার্যালয় ছিল সেটির ভাড়া বাকি ছিল। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতিতে জাহাঙ্গীর গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

তিনি আরও জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ