বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার ও দলীয় হুইপ আলহাজ শাহজাহান চৌধুরী দাবি করেছেন, বিগত সরকারের আমলে জামায়াত-বিএনপি ও ইসলামী ছাত্র শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলাগুলো অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
বুধবার চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটরের (পিপি) সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই দাবি জানান।
সাক্ষাতে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে হাজার হাজার নিরপরাধ মানুষকে ‘মিথ্যা মামলায়’ জড়িয়ে গ্রেপ্তার ও কারাবন্দি করা হয়েছে। যার ফলে অনেকে চাকরি হারিয়েছেন, আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
জেলা পিপি এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। সাক্ষাৎকালে চট্টগ্রাম জজ কোর্টের অতিরিক্ত জেলা পিপি ও কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন।
বক্তব্যে শাহজাহান চৌধুরী অভিযোগ করেন, “বিগত ফ্যাসিবাদী শাসনামলে আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচারে গ্রেপ্তার ও মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়েছে। এখনও সেই মামলাগুলো বাতিল হয়নি, যা রাজনৈতিক প্রতিহিংসার ন্যক্কারজনক উদাহরণ।”
ইএইচ