জুলাই পুনর্জাগরণ উপলক্ষে “জুলাইয়ের মায়েরা” শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক বিশেষ মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের মায়েরা ও অভিভাবকরা।
তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে এই সমাবেশের মাধ্যমে জাতির গৌরব, ত্যাগ ও সাহসিকতার প্রতীক এই মায়েদের সম্মানিত করা হয়।
এই মা সমাবেশ শুধু ইতিহাসকে স্মরণ করার একটি উদ্যোগ নয়, বরং নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, আত্মত্যাগ ও মূল্যবোধ জাগিয়ে তোলার এক সচেতন প্রয়াস—এমনটাই জানিয়েছেন আয়োজকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন।
সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নুরে আলম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ, জুলাইয়ে নিহত ও আহতদের পরিবারের সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ইএইচ