সাতকানিয়ায় বালু খেকোদের বিরুদ্ধে ইউএনও’র অভিযান

মোহাম্মদ বেলাল হোছাইন, দক্ষিণ (চট্টগ্রাম) প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০৬:০৪ পিএম
সাতকানিয়ায় বালু খেকোদের বিরুদ্ধে ইউএনও’র অভিযান

সাতকানিয়া উপজেলায় বালু খেকোদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

রোববার তিনি মাদার্শা-এঁচিয়া মৌজার পশ্চিম পাহাড় এলাকার গৌচছড়ি খাল থেকে অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেন। 

অভিযানে গৌচছড়ি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা হয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত ইঞ্জিন, পাইপসহ বিভিন্ন সরঞ্জাম নষ্ট করার নির্দেশ প্রদান করা হয়। সাতকানিয়া আনসার বাহিনীর সদস্যরাও অভিযানে সহায়তা করেন।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “গৌচছড়ি খাল থেকে এক শ্রেণির অসাধু ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করছিল। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে তা বন্ধ করা হয়েছে। ওই খাল থেকে বালু উত্তোলনের জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি।”

তিনি আরও বলেন, “আমাদের মেসেজ স্পষ্ট। কোনো অবস্থাতেই অনিয়ম মেনে নেয়া হবে না। জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

ইএইচ