রাজস্থলীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন জেলা পরিষদ চেয়ারম্যান

সুমন খান, রাজস্থলী (রাঙামাটি) প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০৪:৫০ পিএম
রাজস্থলীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন জেলা পরিষদ চেয়ারম্যান

রাঙামাটির রাজস্থলী উপজেলায় জেলা পরিষদের আওতাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। 

সোমবার সকালে এসব প্রকল্পের উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

এ সময় তিনি জেলা পরিষদের বরাদ্দে বাস্তবায়নাধীন বিভিন্ন নির্মাণকাজ ও উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এছাড়া বিমাছড়া, কুইক্যাছড়ি ও বালুমুড়া এলাকায় জনসাধারণের বিশ্রামের জন্য যাত্রীছাউনি নির্মাণ, উপজেলা সদরে জেলা পরিষদের বিশ্রামাগার এবং ছাইংখং পাড়া বৌদ্ধ বিহার সংলগ্ন নিরাপদ পানি সরবরাহের জন্য সৌরবিদ্যুৎচালিত পানিসিস্টেম (সোলার প্যানেল) উদ্বোধন করেন চেয়ারম্যান কাজল তালুকদার।

উদ্বোধনের আগে তিনি শফিপুর জুনিয়র মাদ্রাসা ও গাইন্দ্যা অনাথ আশ্রমের শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এ সময় চেয়ারম্যান বলেন, “বর্তমান সরকার সব ধর্ম ও সম্প্রদায়ের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট নির্মাণসহ সর্বক্ষেত্রে উন্নয়ন অব্যাহত রয়েছে। রাজস্থলী উপজেলায় যেসব উন্নয়ন চলছে, তা আরও বিস্তৃত হবে। সম্প্রীতি বজায় রেখে আমরা এই অগ্রগতিকে আরও এগিয়ে নিতে চাই।”

পরে তিনি মাইলস্টোন কলেজের নিহত শিক্ষার্থী উক্যাচিং মারমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সমবেদনা জানান। এছাড়া নিহত উক্যাচিং মারমার সমাধিস্থলে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় তিনি বলেন, “জেলা পরিষদ আপনার পরিবারের পাশে আজীবন থাকবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— জেলা পরিষদ সদস্য প্রতুল দেওয়ান, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী, গাইন্দ্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সোলেমান, বিএনপির সহ-সভাপতি চাথোয়াই মারমা, বাজার চৌধুরী শাক্য মিত্র তঞ্চঙ্গ্যা, সহ-সভাপতি ছগির আহম্মদ, জেলা বিএনপির সদস্য মিসাচিং মারমা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, যুবদলের সদস্য সচিব উজ্জ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম, কৃষক দলের সভাপতি বিষু সাহা, গাইন্দ্যা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হ্লাচিং মং মারমা এবং উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক লাকি মারমা প্রমুখ।

ইএইচ