ফরিদগঞ্জে শহীদ শাহাদাতের স্মৃতিফলক উন্মোচন

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০৫:০৫ পিএম
ফরিদগঞ্জে শহীদ শাহাদাতের স্মৃতিফলক উন্মোচন

চাঁদপুরের ফরিদগঞ্জে শহীদ শাহাদাত হোসেনের স্মরণে নির্মিত স্মৃতিফলক উন্মোচন করা হয়েছে।

সোমবার দুপুরে ফরিদগঞ্জ থানার মোড়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে শহীদের স্মৃতিচিহ্ন উন্মোচন করা হয়।

এতে শহীদ পরিবারের সদস্য এবং প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান ও ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম।

এছাড়াও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, শহীদ শাহাদাত হোসেনের মা শিরোতাজ বেগম, নানি মমতাজ বেগমসহ মুক্তিকামী জনতা উপস্থিত ছিলেন।

উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউএনও সুলতানা রাজিয়া, তিনি বলেন, "আমরা আজ শহীদ শাহাদাত হোসেনের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখার একটি ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করেছি। শহীদরা জাতির বাতিঘর। তাঁদের আত্মত্যাগে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে।"

তিনি আরও বলেন, "জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদ শাহাদাত হোসেন সেই আন্দোলনের একজন সাহসী সন্তান। তাঁর আত্মত্যাগের মর্যাদা দিতে পারলেই আমাদের এই প্রয়াস সার্থক হবে।"

অনুষ্ঠানটি আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়। শাহাদাতের মা স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, "আজকের এই দিনটি আমাদের জীবনের এক স্মরণীয় দিন। আমরা আশা করি, আমাদের ছেলের আত্মত্যাগ কেউ ভুলবে না।"

অনুষ্ঠান শেষে শহীদ শাহাদাত হোসেনের স্মরণে আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে ফরিদগঞ্জ থানার ফটকে শাহাদাত হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

ইএইচ