হাটহাজারীতে বৃদ্ধের মৃত্যু নিয়ে ধোঁয়াশা

সাহাবুদ্দীন সাইফ, হাটহাজারী প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০৫:৫৬ পিএম
হাটহাজারীতে বৃদ্ধের মৃত্যু নিয়ে ধোঁয়াশা

চট্টগ্রামের হাটহাজারীতে ফকরুল ইসলাম (৫৮) নামে এক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে রহস্য ও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। 

গত ১ আগস্ট (শুক্রবার) বিকেলে তিনি মারা যান। শুরুতে তার মৃত্যুকে ‘পিটিয়ে হত্যা’ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ালেও পরবর্তীতে তার স্বজনরা দাবি করেন, তিনি হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে মারা গেছেন।

ঘটনাটি ঘটে হাটহাজারী থানাধীন চসিক ১ নম্বর দক্ষিণ পাহাড়তলি ওয়ার্ডের সন্দ্বীপ কলোনির পশ্চিম পাড়া, আমতলী পাড়া শাহী জামে মসজিদের দক্ষিণ পাশে।

জানা গেছে, ফকরুল ইসলামের কন্যা রুবি আক্তার প্রেমের সম্পর্কে জড়িয়ে রিফাত ইসলাম নামে এক যুবকের সঙ্গে বিয়ে করেন। মেয়ের এই বিয়ে মেনে নিতে না পেরে ফকরুলের পরিবার ও স্থানীয়দের উদ্যোগে একটি সালিশি বৈঠক আয়োজন করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সালিশি বৈঠকের একপর্যায়ে ফকরুল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তবে ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয় যে, সালিশি বৈঠকে তাকে মারধর করা হয়েছে এবং সেই আঘাতে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (সেকেন্ড অফিসার) নাজমুল হাসান বলেন, “মৃত্যুটি হৃদরোগে হয়েছে নাকি শারীরিক নির্যাতনের কারণে—তা নিশ্চিতভাবে বলা যাবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে এবং সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে।”

ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি ও নানা গুঞ্জন অব্যাহত রয়েছে।

ইএইচ