জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাগুরা জেলা অডিটোরিয়ামে আহত ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার, সিভিল সার্জন, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে “জুলাই গণঅভ্যুত্থান” বিষয়ক জেলা পরিষদ আয়োজিত আইডিয়া কমপিটিশনের অংশ হিসেবে নির্মিত একটি দেয়ালিকা উদ্বোধন করেন জেলা প্রশাসক। এরপর জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অনন্য অধ্যায়। শহিদ ও আহতদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
আবেগঘন এ অনুষ্ঠানে শহিদদের স্মৃতিকে কেন্দ্র করে গড়ে ওঠা প্রজন্মের দৃঢ় প্রত্যয় ও শ্রদ্ধা স্পষ্টভাবে প্রতিফলিত হয়।
ইএইচ