যৌথ অভিযানে সোয়া লাখ টাকার নিষিদ্ধ চায়না জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০৭:২৭ পিএম
যৌথ অভিযানে সোয়া লাখ টাকার নিষিদ্ধ চায়না জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

নাটোরের বড়াল নদীতে যৌথ অভিযানে নিষিদ্ধ ২৩টি চায়না দুয়ারি জাল ও ৭টি নেট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। 

বুধবার বিকেল সাড়ে ৩টা থেকে সোয়া ৫টা পর্যন্ত আটঘড়িয়া স্লুইসগেট সংলগ্ন বড়াল নদীতে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অংশ নেয় বাগাতিপাড়া, লালপুর ও বড়াইগ্রাম উপজেলা প্রশাসন এবং লালপুর সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা।

অভিযানের সময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মুরাদ হোসেন প্রামাণিক, বাগাতিপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান এবং মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক এসবি সাত্তার।

মৎস্য কর্মকর্তারা জানান, চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরার সময় শুধুমাত্র মাছ নয়, শামুক, জলজ পোকামাকড়, পোনা, রেণু ও ছোট প্রজাতির মাছও ধ্বংস হয়ে যায়। এতে নদীর জীববৈচিত্র্য ও প্রাকৃতিক প্রজনন প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হয়। ফলে পরিবেশের জন্য এই জাল অত্যন্ত ক্ষতিকর এবং এটি মৎস্য সংরক্ষণ আইনে সম্পূর্ণ নিষিদ্ধ।

তারা আরও জানান, কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে বড়াল নদীতে এসব অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার করছিলেন। প্রশাসন বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করে। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২৭ হাজার টাকা।

ইএইচ