ঈশ্বরগঞ্জে সংস্কার ফোরামের উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০৭:৫৬ পিএম
ঈশ্বরগঞ্জে সংস্কার ফোরামের উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সামাজিক সংগঠন ‘ঈশ্বরগঞ্জ সংস্কার ফোরাম’ এর উদ্যোগে দরিদ্র, অসহায় ও পথচারীদের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলা শহরের প্রধান সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সংগঠনের প্রধান উপদেষ্টা তারেক ইবনে মুজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বীর শেখ শাহরিয়ার বিন মতিনের পিতা আব্দুল মতিন। 

এছাড়া ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান, সম্পাদক ইশতিয়াক আহমেদ ইসহাক, সংস্কার ফোরামের অ্যাডমিন সিয়াম আহমেদ, সদস্য শেখ সোহেল, আরিফ, রাকিবুল হাসান, রিয়াদ হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সমাজের অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। সংস্কার ফোরাম সবসময় মানবিক কাজে সক্রিয় থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

ইএইচ