গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে মাদারীপুর জেলার শিবচর উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
রোববার সকাল ১০টায় শিবচর উপজেলার ৭১ চত্বরে “শিবচর উপজেলায় কর্মরত সকল সাংবাদিক” ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, দ্রুত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। যদি দ্রুত বিচার না করা হয়, তবে আগামীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় পদক্ষেপ জরুরি। স্বাধীনতার পর থেকে দেশে বহু সাংবাদিক খুন হয়েছেন। এসব ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হলে হয়তো তুহিনকে আজ দিবালোকে প্রাণ দিতে হতো না।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— ইসলামী আন্দোলন শিবচর শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ, শিবচর প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ও বিজয় টিভির জেলা প্রতিনিধি আবুল খায়ের খান, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি রাশেদুল ইসলাম রাসেল, এশিয়া টেলিভিশনের প্রতিনিধি রুবেল মোড়ল, দৈনিক আমার দেশের প্রতিনিধি সরোয়ার হোসেন, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি মশিউর কাজী, দৈনিক আজকের দর্পণের প্রতিনিধি মীর ইমরান, দীপ্ত টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম রাজা, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি আহসান হাবিব, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি কামরুল ইসলাম, দৈনিক মানবজমিনের প্রতিনিধি বি.এম. হায়দার আলী, দৈনিক দিনকালের প্রতিনিধি মতিউর রহমান, দৈনিক কালের কণ্ঠ ও ডেইলি সানের প্রতিনিধি এস.এম. দেলোয়ার হোসাইন, দৈনিক হুংকারের প্রতিনিধি মেহেরাব হোসেন, আমার বার্তার প্রতিনিধি রিয়াজুর রহমান, দৈনিক ঘোষণার প্রতিনিধি সালমান রহমান, জামায়াতে ইসলামী বায়তুল মাল সম্পাদক মাওলানা অলি উল্লাহসহ শিবচরের অন্যান্য সাংবাদিকরা।
আয়োজকরা জানান, গাজীপুরে সংঘটিত এই নির্মম হত্যাকাণ্ড সাংবাদিক সমাজের জন্য গভীর শোক ও উদ্বেগের বিষয়। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
ইএইচ