জয়পুরহাটের কালাই পৌরসভার পুরাতন বাজার সংলগ্ন তালুকদার পাড়ায় একদল অস্ত্রধারী ডাকাত জানালার গ্রিল কেটে শিক্ষক দম্পতির বাড়িতে নির্মম ডাকাতি করেছে।
ডাকাতরা ওই দম্পতিসহ তাদের দুই মেয়েকে একটি কক্ষে বেঁধে রেখে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে। ঘটনা ঘটেছে শনিবার দিবাগত রাতে।
ডাকাতির শিকার শিক্ষক দম্পতি হলেন— কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম.এ.জি. নাফসি তালুকদার ও ক্ষেতলাল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মোছা. তাজমিনা বেগম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে একদল সশস্ত্র ডাকাত জানালার গ্রিল কাটিয়ে ঘরে প্রবেশ করে। এরপর তারা পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় এক ঘণ্টা ধরে লুটপাট চালিয়ে ভোররাতে পালিয়ে যায়।
শিক্ষিকা তাজমিনা বেগম জানান, ডাকাতরা ঘরে ঢুকেই অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে এবং ঘর তছনছ করে মূল্যবান মালামাল ও তার পরিহিত স্বর্ণালংকার—কানের দুল, হাতের চুরি, গলার মালা ছিনিয়ে নিয়ে যায়।
শিক্ষক এম.এ.জি. নাফসি তালুকদার বলেন, ডাকাতরা পরিকল্পিতভাবে অস্ত্রের মুখে স্ত্রী-সন্তানসহ তার হাত, পা ও চোখ বেঁধে একঘরে আটকে রাখে। এরপর ঘরে থাকা প্রায় দেড় লক্ষ টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা রাতে পুলিশি টহল জোরদার ও সড়কে সিসিটিভি ক্যামেরা বসানোর দাবি জানাচ্ছেন। শিক্ষক দম্পতির পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে এবং পুরো এলাকা আতঙ্কগ্রস্ত। অনেকে নিজেদের বাড়ির প্রবেশ পথে নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা বসানোর প্রস্তুতি নিচ্ছেন।
এ ঘটনায় জেলা পুলিশের এএসপি সার্কেল ও কালাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইএইচ