বরিশালে স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা ও রোগীদের ভোগান্তি: ছাত্র-জনতার ব্লকেড

বরিশাল ব্যুরো প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০৪:২১ পিএম
বরিশালে স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা ও রোগীদের ভোগান্তি: ছাত্র-জনতার ব্লকেড

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারাদেশে স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তি ও হয়রানির বিরুদ্ধে বরিশালে ছাত্র-জনতা আন্দোলন কর্মসূচি পালন করেছে।

রোববার সকাল ১১টার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে ১৪তম দিনের মতো আন্দোলন চালায় তারা। 

বেলা ১২টার সময় নানা ধরনের স্লোগান দিয়ে তাদের দাবি জানায়।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, সরকারি হাসপাতালগুলোতে দীর্ঘদিন ধরে সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছে না। স্বাস্থ্যখাতের এই সিন্ডিকেট ভাঙতে হবে।

তারা আরও জানান, দীর্ঘদিন ধরে সংস্কারের দাবিতে আন্দোলন চললেও স্বাস্থ্য অধিদপ্তর এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বা আলোচনা করেনি। দ্রুত সমস্যার সমাধান না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

আন্দোলনে সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

মহাসড়ক অবরোধের কারণে রাজধানীর সাথে কুয়াকাটা সহ বিভাগের ছয় জেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

অবরোধের সময় সেনাবাহিনীর সদস্যরা সড়ক থেকে সরানোর চেষ্টা করলে আন্দোলনকারীদের সঙ্গে বাক-বিতণ্ডা হয় এবং এক পর্যায়ে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এর ফলে নথুল্লাবাদ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ইএইচ