দেবীগঞ্জে সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০৪:৪২ পিএম
দেবীগঞ্জে সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনের হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে এবং খুনিদের ফাঁসির দাবিতে দেবীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে বিজয় চত্বরে সম্মিলিত সাংবাদিক সমাজ দেবীগঞ্জের আয়োজনে ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠন ও গণমাধ্যম কর্মীরা অংশ নেন।

বক্তারা বলেন, সাংবাদিকরা দেশের চতুর্থ স্তম্ভ হিসেবে অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজি রোধে কাজ করছেন, অথচ নিজেদের নিরাপত্তাহীনতায় ভুগছেন। 

তারা অবিলম্বে তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবি জানান এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

ইএইচ