খাগড়াছড়িতে সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০৪:১১ পিএম
খাগড়াছড়িতে সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় খাগড়াছড়ি টাউনহল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বেলুন উড়িয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা ফরিদ মিঞা। 

উদ্বোধন শেষে জেলা প্রশাসক ২৬টি স্টল পরিদর্শন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) নাজমুন আরা সুলতানা, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফেরদৌসী বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রুমানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোহাম্মদ বাছিরুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ন-সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা, সদর রেঞ্জ কর্মকর্তা এস.এম মোশাররফ হোসাইন, মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা মো.আতাউল রহমান দিপু, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধান, রেঞ্জ কর্মকর্তা, শিক্ষার্থী, সাংবাদিক ও এনজিও কর্মীরা।

সপ্তাহব্যাপী বৃক্ষমেলায় সদর উপজেলার বিভিন্ন নার্সারি, কৃষি গবেষণা প্রতিষ্ঠান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ মোট ২৬টি স্টল রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, “সমাজের সকল শ্রেণি মানুষের সচেতনতা এবং সহযোগিতা থাকলে আমরা বৃক্ষ সংরক্ষণে সক্ষম হব। প্রতিবছর পরিকল্পনা অনুযায়ী বৃক্ষরোপণ কার্যক্রম সফল করতে পারব। আশা করি নতুন প্রজন্ম স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এবং বৃক্ষরোপণের মাধ্যমে তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে ও তারা পরিবেশ ভালোবাসতে শিখবে।”

ইএইচ