বোয়ালমারীতে আড়ায় ঝুলিয়ে পিটুনি: ১২ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ৩

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০৫:৪১ পিএম
বোয়ালমারীতে আড়ায় ঝুলিয়ে পিটুনি: ১২ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ৩

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা আকিজ জুটমিল এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে অমানবিকভাবে পিটানো হয়েছে। 

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (১২ আগস্ট) রাতে। বিষয়টি ভিডিও হিসেবে প্রকাশিত হওয়ার পর বৃহস্পতিবার বিকেলে জানা যায়।

ঘটনার পর শুক্রবার (১৫ আগস্ট) স্থানীয় থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে এবং শুক্রবার তাদের ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, পিটুনির শিকার ব্যক্তি হলেন ডোবরা গ্রামের সালাম সিকদারের ছেলে আহাদ সিকদার (৩০)। তিনি বাদী হয়ে বোয়ালমারী থানায় মামলা করেছেন (মামলা নং ২১)। 

মামলায় ডোবরা গ্রামের আলতাফ শেখের ছেলে সাদ্দাম শেখকে (৩০) প্রধান আসামি করে ১২ জনকে নাম উল্লেখসহ আরও ১০-১২ জনকে অজ্ঞত আসামি করা হয়েছে। 

এছাড়াও উপজেলা যুবদলের সদস্য কালাম শেখের নামও আসামি তালিকায় রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— সাদ্দাম শেখ (৩০), সুরুজ শেখ (২১) ও ইসমাইল শেখ (২১)। তদন্তকারী কর্মকর্তা এসআই শিমুল মোল্যা জানান, সাদ্দাম ও সুরুজ দুই ভাই ডোবরা গ্রামের এবং ইসমাইল শেখ আলফাডাঙ্গা উপজেলার যুগিবরাট গ্রামের বাসিন্দা। তাদেরকে স্থানীয় এলাকাসংক্রান্ত অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, “আহাদ সিকদারের থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা নথিভুক্ত করা হয়েছে। অভিযোগ অনুযায়ী সে একজন পেশাদার চোর। তবে চোর হোক বা যাই হোক, তাকে অমানবিকভাবে পিটানো আইনত গ্রহণযোগ্য নয়। সাদ্দাম শেখ হকি স্টিক ব্যবহার করে পিটুনিতে মূল ভূমিকা নিয়েছিল। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

ইএইচ