শান্তি ও সম্প্রীতি রক্ষা এবং আত্মমানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে ধারাবাহিকভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তার অংশ হিসেবে খাগড়াছড়ি দীঘিনালা জোনের ৪র্থ বেংগলের ব্যবস্থাপনায় কবাখালী ইউনিয়নের দূর্গম হাজাছড়া জোড়াব্রীজ মাধ্যমিক বিদ্যালয়ে পাহাড়ি সম্প্রদায়ের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের পার্শ্ববর্তী হাজাছড়া, কাংঙ্গেরিমাছড়া ও জাম্বুরা এলাকার প্রায় ৩শতাধিক পাহাড়ি সম্প্রদায়ের মানুষের মাঝে এ সেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান।
দীঘিনালা জোনের মেডিকেল অফিসার (আরএমও) মো. রাকিবুল হাসান রনি বলেন, “দীঘিনালা জোন কমান্ডার লে. কর্নেল মো. ওমর ফারুকের নির্দেশনায় দূর্গম এলাকায় মেডিকেল ক্যাম্পের মাধ্যমে গরীব ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। এ ধরনের সেবা অব্যাহত থাকবে।”
মেডিকেল ক্যাম্পে মোট ৩শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করা হয়।
ইএইচ