বিডা চেয়ারম্যান

আমাদের মূল লক্ষ্য বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি করা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ৮, ২০২৫, ০১:০২ পিএম
আমাদের মূল লক্ষ্য বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি করা

চট্টগ্রাম বন্দরের লালদিয়া চর এলাকায় আধুনিক কনটেইনার টার্মিনাল নির্মাণে ৮০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে ডেনমার্কভিত্তিক শিপিং ও লজিস্টিকস কোম্পানি এপি মোলার মায়ের্স্ক (এপিএম)।

বৃহস্পতিবার (৮ মে) সকালে লালদিয়া চর এলাকা পরিদর্শনে এসে এ তথ্য জানান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী। তাঁর সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

পরিদর্শন শেষে সাংবাদিকদের আশিক চৌধুরী বলেন, ‘আমাদের মূল লক্ষ্য এখন বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থান সৃষ্টি। বাংলাদেশকে একটি গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাবে রূপান্তর করতে হলে বন্দরের সক্ষমতা বাড়ানো জরুরি।’

তিনি আরও বলেন, ‘বিশ্বমানের অবকাঠামো ছাড়া বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যাওয়া সম্ভব নয়। বন্দর ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করলেই বাংলাদেশ দ্রুত উন্নয়নযাত্রায় অগ্রসর হবে।’

বিডা চেয়ারম্যান জানান, এপিএম টার্মিনালস বিশ্বের অন্যতম অভিজ্ঞ বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান। তাদের এই বিনিয়োগ বাস্তবায়িত হলে বাংলাদেশের বন্দর সক্ষমতা ও বাণিজ্যিক কার্যক্রমে বড় ধরনের অগ্রগতি আসবে। পাশাপাশি সৃষ্টি হবে বিপুল কর্মসংস্থানের সুযোগ।

আজ বিকেল সাড়ে ৪টায় এ বিষয়ে বিস্তারিত জানাতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বিআরইউ