মহান বিজয়ের মাস উপলক্ষে চবিতে সাংস্কৃতিক অনুষ্ঠান

চবি প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২২, ০৪:২৩ পিএম
মহান বিজয়ের মাস উপলক্ষে চবিতে সাংস্কৃতিক অনুষ্ঠান

মহান বিজয়ের মাস ও পৌষ-পার্বণ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাংস্কৃতিক সংগঠন ‘অঙ্গন’ আয়োজন করেছে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান।

সোমবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু সেমিনার কক্ষে “পেয়েছি মোরা স্বাধীনতা আজ বিজয়ের পথ ধরে, হিমেল পরশে পৌষ এসেছে অঙ্গনের প্রান্তরে” শীর্ষক শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

এসময় আয়োজনের মধ্যমনি হিসেবে ছিলেন অঙ্গন, চবির সহ-সভাপতি বিষ্ণু প্রসাদ বর্মন। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র সদস্যবৃন্দের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ক্যাম্পাস শাখার সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক পর্বের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সহ-সভাপতি সারোয়ার আলম ও বিষ্ণু প্রসাদ বর্মন এবং সাধারণ সম্পাদক শুভ্রা চক্রবর্তী।

সুস্থ সংস্কৃতির ধারা অব্যাহত রাখতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রতিষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক সংগঠন ‘অঙ্গন’। ৩৩ বছরের এই ঐতিহ্যবাহী সংগঠন সূচনালগ্ন থেকেই সুস্থ সংস্কৃতি বিকাশে দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে।

এসএম