মেট্রোরেলে শিক্ষার্থী পাসসহ ৪ দফা দাবিতে বিক্ষোভ

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২২, ০৮:২০ পিএম
মেট্রোরেলে শিক্ষার্থী পাসসহ ৪ দফা দাবিতে বিক্ষোভ

মেট্রোরেলে শিক্ষার্থী পাসসহ ৪ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইব্রাহিম মিমো‍‍`র সভাপতিত্বে সাধারণ সম্পাদক লাভলী হকের সঞ্চালনায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সমাবেশে অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল বলেন, আমরা হাফ পাশ আদায়ের জন্য জোরদার আন্দোলন করেছি। কিন্তু আমরা আংশিক সফল হয়েছি। অব্যাবস্থাপনায় শিক্ষার্থীরা নানা স্থানে হেনস্থার শিকার হচ্ছে। আজ আমরা কি দেখলাম? দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ চলাচলের মাধ্যম হচ্ছে মেট্রোরেল। যেখানে শিক্ষার্থীদের কোন সুযোগ সুবিধা নেই। তারা দেশের মেট্রোরেল প্রকল্পে শিক্ষার্থীদের হাফ পাশ থেকে বঞ্চিত করল। বাংলাদেশ ছাত্রলীগ সরকারের সাথে আঁতাত করে চলে। তাই আমরা এই ছাত্রলীগ বর্জন করলাম।

তাদের ৪ দফা দাবি হলো... ১. মেট্রোরেলে শিক্ষার্থী পাস চাই। ২. শিক্ষা উপকরণের দাম কমাও। ৩. পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকীকরণ বন্ধ কর। ৪. শিক্ষা প্রতিষ্ঠানের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত কর।
টিএইচ