‘বাঙালির শক্তি ও সাহসের নাম প্রীতিলতা’

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: মে ৬, ২০২৩, ০৫:২৭ পিএম
‘বাঙালির শক্তি ও সাহসের নাম প্রীতিলতা’

আলোচনা অনুষ্ঠান আর চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে স্মরণ করা হলো ব্রিটিশ বিরোধী আন্দোলনে আত্মত্যাগকারী বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারকে। 
শুক্রবার রাজধানীর ড্যাফোডিল ইউনিভার্সিটির একাত্তর অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করে জহির রায়হান ফিল্ম ইনস্টিটিউট। 
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন বলেন, প্রীতিলতা বাঙালির শক্তি ও সাহসের নাম। মাতৃভূমির জন্য মাত্র একুশ বছরের এই তরুণী বুকের রক্ত দিয়ে সাম্রাজ্যবাদী ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে লড়াই করে আমাদের বীরের জাতির সম্মান দিয়েছিলেন।

গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য ড. গোলাম সামদানী ফকির বলেন, আমরা আমাদের প্রজন্মকে এই সকল মহান বিপ্লবীর জীবন সংগ্রাম জানাতে চাই, যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম মাতৃভূমির স্বাধীনতার ধারাবাহিকতাকে উপলব্ধি করতে পারে।

‍‍`বীরকন্যা প্রীতিলতা‍‍` চলচ্চিত্রের অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, অভিনেতা কামরুজ্জামান তাপু, পরিচালক প্রদীপ ঘোষ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। 

আলোচনা পর্বের পর দেখানো হয় সরকারি অনুদানের চলচ্চিত্র ‍‍`বীরকন্যা প্রীতিলতা।

নির্মাতা প্রদীপ ঘোষ গ্লিটজকে বলেন, জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতেই এই চলচ্চিত্র প্রদর্শনী করা হয়। পুরো আয়োজন সকলের জন্য উন্মুক্ত ছিল।