ঢাবি শিক্ষক সমিতির নির্বাচন বর্জনের ঘোষণা বিএনপিপন্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৩, ০৩:৫০ পিএম
ঢাবি শিক্ষক সমিতির নির্বাচন বর্জনের ঘোষণা বিএনপিপন্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দেশের সার্বিক পরিস্থিতি নির্বাচনের অনুকূল না হওয়ায় আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচন বর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি এবং জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, ‘ভিন্নমতের লালন, মত প্রকাশের স্বাধীনতা ও মুক্তবুদ্ধি চর্চার পাদপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়কে গণতন্ত্রের সূতিকাগার বলা হয়। কিন্তু হল প্রশাসন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সর্বত্রই একদলীয় শাসন পাকাপোক্ত হয়েছে। অনেক নিরীহ শিক্ষার্থীদের কে নিপীড়ন এবং নির্যাতন করে হল ছাড়া করা হয়েছে। এমনকি পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’

তিনি আরও অভিযোগ করেন, ‘বিগত সময়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী প্রশাসন সমর্থক শিক্ষক সমিতি তাদের নৈতিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেনি। ফলে শিক্ষক সমিতি দেশের সুশীল সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষেরও তীব্র সমালোচনার মুখে পড়েছে।’

নির্বাচন বর্জন সম্পর্কে তিনি জানান, ‘দেশে বিরাজমান পরিস্থিতিতে আসন্ন শিক্ষক সমিতির নির্বাচনে অংশগ্রহণ করার চেয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে পরিচালিত আন্দোলনের গুরুত্ব অনেক বেশি। আমরা চাই না, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন শিক্ষক সমিতি নির্বাচিত হোক, যেটি ভোটাধিকার হরণকারী অগণতান্ত্রিক ও ফ্যাসিস্ট সরকারের হাতকে শক্তিশালী করবে।তাই ২৮ নভেম্বর সাদা দলের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আমরা আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন বর্জন করেছি।’

এই সময় লিখিত বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সাদা দলের অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান।

শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম  অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ে জয়েন্ট না করে অনেককেই নীল দলের শিক্ষকরা তাদের হাতে ধরে ভোট দিতে নিয়ে আসে।নীল দলের শিক্ষকরাই ভোট আদায় করার জন্য তাদেরকে হাতে ধরে নিয়ে আসে।গত বছর এই রকম ১৬ জন টিচার ধরা পড়েছে।তাঁরা বিভাগের অফিস চিনে, চেয়ার চিনে না। কোন শিক্ষকের কী ভূমিকা তা জানে না। এমন শিক্ষকদের কে ভোট কেন্দ্রে নিয়ে আসার কারণ তারা জানে শিক্ষকরা বিবেকের তাড়নায় ভোট দিলে তারা পরাজিত হবে’।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষক অধ্যাপক ডক্টর ইয়ারুল কবীর, সাদা দলের সদস্য সচিব অধ্যাপক ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন, গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহিদুল ইসলাম, অধ্যাপক ডক্টর নকীব মো. নাসরুলাহ প্রমুখ।

এআরএস