শুক্রবারের পরীক্ষা নিজের জন্য চ্যালেঞ্জ, মন্তব্য স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৪, ০১:৩৭ পিএম
শুক্রবারের পরীক্ষা নিজের জন্য চ্যালেঞ্জ, মন্তব্য স্বাস্থ্যমন্ত্রীর

আগামীকাল শুক্রবার ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা নিজের জন্য চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। আজ (৮ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, সারাদেশে এবার ১৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ চার হাজার ৩৭৪ জন। সকাল সাড়ে ৯টার পর পরীক্ষার হলে কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। রঙিন প্রবেশপত্র নিয়ে হলে ঢুকতে হবে। মোবাইল, ইলেকট্রিক ডিভাইস নিয়ে হলে প্রবেশ করা যাবে না।

মন্ত্রী আরও জানান, ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন ৫ হাজার ৩৮০টি। ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজে আসন ৬ হাজার ২৯৫টি। পরীক্ষা নিয়ে গুজব ছড়ালে আইন অনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন করে কোনো বেসরকারি মেডিকেল কলেজ খোলার পক্ষপাতী নই। বর্তমানে চারটি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম বন্ধ। ২টির নিবন্ধন বাতিল করা হয়েছে।

বিআরইউ