হাবিপ্রবির গণিত বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হাবিপ্রবি প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২১, ২০২৪, ১১:০৫ এএম
হাবিপ্রবির গণিত বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) গণিত বিভাগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া ভবনের  চতুর্থ তলায় গণিত বিভাগের ক্লাস রুমে এ আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. তরিকুল ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ, সহযোগী অধ্যাপক মো. আল আমিন ও প্রভাষক মো. সজীব।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. ইয়াছিন প্রধান ও ডরমিটরি-২ হল মসজিদের ইমাম ও গণিত বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ বলেন, রমজান মাস সিয়াম সাধনার মাস। এ মাস আমাদের সংযমী হতে শেখায়। এমন সুন্দর একটি আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আগামী ২৮ মার্চ থেকে আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ হবে। তোমরা নিরাপদে বাসায় গিয়ে পরিবারের সাথে সুন্দরভবে ঈদ পালন করবে এই আশা রাখছি।

প্রসঙ্গত, প্রতি বছর গণিত বিভাগের প্রতিটি ব্যাচের  শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এইচআর