জবিতে বৈশাখী চারু শিল্পমেলার উদ্বোধন

জবি প্রতিনিধি : প্রকাশিত: মার্চ ২৭, ২০২৪, ০৭:৩৫ পিএম
জবিতে বৈশাখী চারু শিল্পমেলার উদ্বোধন
ছবি: আমার সংবাদ | বৈশাখী চারু শিল্পমেলার উদ্বোধনে- জবি ভিসি

সকলের ঘরে ঘরে স্বল্পমূল্যে চারু শিল্প পৌঁছে দিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শুরু হলো বৈশাখী চারু শিল্পমেলা।

আজ বুধবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়টির চারুকলা অনুষদের আয়োজনে নতুন অ্যাকাডেমিক ভবনের নিচতলায় এ বৈশাখী চারু মেলার শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

এসময় উপাচার্য মঙ্গল শোভাযাত্রার ১৪৩১ পেইন্টিংয়ে সাক্ষর করে বৈশাখী চারু মেলার শুভ সূচনা করেন। এছাড়া অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী, চারুকলা অনুষদের ডিন আলপ্তগীন তুষার এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সকলের ঘরে ঘরে স্বল্পমূল্যে চারু শিল্প পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো চারু শিল্পমেলা আয়োজন হচ্ছে।

বিআরইউ