শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা ব্যয় বেড়েছে

মাধ্যমিকে ৫১ শতাংশ, প্রাথমিকে ২৫

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৩০, ২০২৪, ০২:২৭ পিএম
মাধ্যমিকে ৫১ শতাংশ, প্রাথমিকে ২৫

২০২২ সালের তুলনায় ২০২৩ সালের প্রথম ছয় মাসের মাধ্যমিকে শিক্ষার্থীর শিক্ষাব্যয় ৫১ শতাংশ বেড়ে গেছে। একই সময়ে প্রাথমিকে একজন শিক্ষার্থীর শিক্ষা ব্যয় বেড়েছে ২৫ শতাংশ।

শনিবার (৩০ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে, এডুকেশন ওয়াচের এক গবেষণা প্রতিবেদনে এমন চিত্র পাওয়া গেছে।

গবেষণায় বলা হয়, ২০২২ সালে পঞ্চম শ্রেণীর শ্রেণীর এক শিক্ষার্থীর বার্ষিক ব্যয় ছিল ১৩৮৮২ টাকা,পরের বছর প্রথম ছয় মাসের সেটি ২৫ শতাংশ বেড়ে যায়।  আর নবম শ্রেণীর একজন শিক্ষার্থীর বার্ষিক ব্যয় ছিল ২৭,৩৪০ টাকা সেটি ৫১ শতাংশ বেড়ে গেছে। বাড়তি টাকা কোচিং, প্রাইভেট টিউটর অথবা বিভিন্ন ফি বাবদ শিক্ষার্থীদের খরচ করতে হয়েছে।

২০২০ সালের তুলনায় ২০২৩ সালে প্রাথমিকের ৪.৫  শতাংশ এবং মাধ্যমিকের ৬ শতাংশ শিক্ষার্থী বিদ্যালয়ের থেকে ঝরে পড়েছে। ঝড়ে  অধিকাংশ মেয়ে মাধ্যমিক শিক্ষার্থী বাল্যবিবাহের শিকার হয়েছেন। ২০২০ সালের তুলনায় ২০২৩ সালে এসে  প্রাথমিক ও মাধ্যমিক উভয় পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে মাদ্রাসায় স্থানান্তরের লক্ষণীয় প্রবণতার দেখা যায়।

অনুষ্ঠানের বক্তারা বলেন,  করোনা কালীন শিক্ষা ক্ষতিকে  সরকার আমলে নিচ্ছে না। এ কারণেই একখাতে বাজেটের হার কমিয়ে দিয়েছে। অনুষ্ঠানে বক্তারা নতুন শিক্ষাক্রমেকে ভালো বললেও তা বাস্তবায়ন হবে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন। শিক্ষা ক্ষেত্রে গবেষকদের পরামর্শ না নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে শিক্ষা ব্যবস্থাকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে বলেও মন্তব্য করেন বক্তারা।

বিআরইউ