চবিতে একে খান মেমোরিয়াল ‘ল’ লেকচার অনুষ্ঠিত

চবি প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৪, ০৭:২০ পিএম
চবিতে একে খান মেমোরিয়াল ‘ল’ লেকচার অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ৬ষ্ঠ এ কে খান মেমোরিয়াল ‍‍`ল‍‍` লেকচার অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় চবির আইন অনুষদের এ কে খান অডিটোরিয়ামে এ লেকচার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল্লাহ আল ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ( অ্যাকাডেমিক ) অধ্যাপক বেনু কুমার দে, উপ-উপাচার্য ( প্রশাসন ) অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রকিবা নবী, আইন বিভাগের অধ্যাপক মো. মহিউদ্দিন খালেদ, এ কে খান ফাউন্ডেশনের ট্রাস্টি এ এম জিয়া উদ্দিন খান।

এতে আইন সংস্কার - একটি তুলনামূলক দৃষ্টিভঙ্গি এবং আন্তর্জাতিক দৃষ্টিকোণ: প্রেক্ষাপটে বাংলাদেশ
(Law Reform - A Comparative Approach and International Perspectives: Bangladesh in Context) শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. এ এফ এম মনিরুজ্জামান।

উপ-উপাচার্য ( প্রশাসন ) অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী বলেন, আমাদের বিচারের মাঝে ভয় আছে। আমাদের বিচারকদের ভয়হীন ভাবে কাজের সুযোগ করে দিতে হবে। চলমান বিশ্বের সাথে মিল রেখে আমাদেরকেও আইন সংস্কার করতে হবে। বঙ্গবন্ধু আমাদের মুক্তি এনে দিয়েছিলেন। এটি ছিল ন্যায় বিচার ও সুবিচারের জন্য।

উপ-উপাচার্য( অ্যাকাডেমিক ) বেনু কুমার দে বলেন, আইন সংস্কার একটি প্রক্রিয়া। প্রতিটি থিওরির মেরিট এবং ডিমেরিট দুটি দিকই থাকে। আমাদের কে আইন আপডেট করতে হবে। জীবনকে সমৃদ্ধ করতে আইন সংস্কার করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, বিশ্ববিদ্যালয় বলতে অনেকে মনে করে একটি বিশাল জায়গা থাকতে হবে , আসলে ছোট জায়গায়ও ভালো বিশ্ববিদ্যালয় হতে পারে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এর উদাহরণ। এখানে ভবিষ্যৎ প্রজন্মের আমাদেরকে জ্ঞান সৃষ্টি করতে হবে। শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী হয়ে গড়ে উঠতে হবে।

বিআরইউ