ইন্টার্নশিপ নিয়ে অনিশ্চয়তা: বাকৃবিতে কৃষি প্রকৌশল অনুষদে তালা

বাকৃবি প্রতিনিধি প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৫:৩৫ পিএম
ইন্টার্নশিপ নিয়ে অনিশ্চয়তা: বাকৃবিতে কৃষি প্রকৌশল অনুষদে তালা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থীরা ইন্টার্নশিপ কার্যক্রম নিয়ে অনিশ্চয়তার প্রতিবাদে অনুষদের ডিন কার্যালয় ও মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা অনুষদ ভবনে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। এতে শিক্ষকরা ভবনের ভেতরে আটকে পড়েন এবং বিভিন্ন বর্ষের নিয়মিত ক্লাস ও পরীক্ষাও স্থগিত হয়ে যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, চলতি বছর কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে প্রথমবারের মতো ইন্টার্নশিপ কার্যক্রম চালু হচ্ছে। অন্যান্য অনুষদের মতো এখানেও কোর্স কারিকুলামের অংশ হিসেবে ইন্টার্নশিপ অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু অনুষদ থেকে এ বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনা, সময়সূচি কিংবা ভাতার বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। বারবার জানালেও শিক্ষকরা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।

তারা আরও জানান, চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের সমাপনী পরীক্ষার ফরম পূরণ শেষ হলেও এখন পর্যন্ত ইন্টার্নশিপ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নোটিশ দেওয়া হয়নি, যা শিক্ষার্থীদের মধ্যে চরম অসন্তোষ তৈরি করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “চাকরি ও বাস্তব অভিজ্ঞতার জন্য ইন্টার্নশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ বিষয়টি নিয়ে যে ধরণের অবহেলা ও বিলম্ব হচ্ছে, তাতে আমরা হতাশ এবং ক্ষুব্ধ। পরীক্ষায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ৫ ক্রেডিটের একটি ইন্টার্নশিপ কোর্স রয়েছে, কিন্তু এখনও তার কোনো পরিষ্কার দিকনির্দেশনা আমাদের দেওয়া হয়নি।”

এ বিষয়ে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন বলেন, “অন্যান্য অনুষদ ইন্টার্নশিপের ভাতা ও অন্যান্য বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তিন বছর আগে চিঠি দিয়েছিল। আমাদের অনুষদ এ বছরই প্রথমবার এ বিষয়ে চিঠি দিয়েছে এবং চলতি বছরের ভাতার বিষয়টিও সেখানে উল্লেখ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “বিষয়টি ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অনুমোদিত হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জানিয়েছে, এ বছর ইন্টার্নশিপ বাবদ কোনো ভাতা দেওয়া হবে না। আগামী বছর থেকে ভাতার ব্যবস্থা করা হবে। যেহেতু এখনো ইউজিসি বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পাইনি, তাই শিক্ষার্থীদের কিছু জানানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না।”

ইএইচ