বগা সেতু বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

আবু হাসনাত তুহিন, পবিপ্রবি প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৬:৪৯ পিএম
বগা সেতু বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

দুমকি, বাউফল, দশমিনা ও গলাচিপা—এই চার উপজেলার সংযোগস্থল বগা এলাকায় লোহালিয়া নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় ‘বগা সেতু বাস্তবায়ন পরিষদ’-এর আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন এবং সঞ্চালনা করেন মো. মারুফ আল মুজাহিদ।

মানববন্ধনে বক্তব্য রাখেন—বাউফল ফাউন্ডেশন ও উন্নয়ন ফোরামের চেয়ারম্যান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফারুক আহম্মেদ তালুকদার, শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আনিসুর রহমান আনিস, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ এবং পরিষদের সদস্যসচিব ইঞ্জিনিয়ার রুমান।

এছাড়াও মানববন্ধনে অংশ নেন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, যেমন: অ্যাডভোকেট মুনিরুজ্জামান (দশমিনা), মুফতি মো. সাইফুর রহমান সাইদি (গলাচিপা), জি. এম. জুবায়ের, রফিকুল ইসলাম লিমন, আলী আজম, মিজানুর রহমান ইন্দুকুল, ডা. মো. সেলিম, আ. হালিম, মশিউর রহমান, ইউনুচ চৌকিদার প্রমুখ।

বক্তারা বলেন, “বগা সেতু নির্মাণ এই চার উপজেলার মানুষের বহু বছরের স্বপ্ন। এটি বাস্তবায়িত হলে উপকূলীয় অঞ্চলের মানুষের যোগাযোগ, চিকিৎসা, শিক্ষা ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। তাই আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানাচ্ছি।”

তারা আরও জানান, “এই দাবি বাস্তবায়নে অগ্রগতি না হলে ভবিষ্যতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।”

ইএইচ