পবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য নতুন বাস উদ্বোধন

পবিপ্রবি প্রতিনিধি প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০৫:১১ পিএম
পবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য নতুন বাস উদ্বোধন

চলার পথকে আরও স্বাচ্ছন্দ্যময়, নিরাপদ ও সময়োপযোগী করতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পরিবহন ব্যবস্থায় যুক্ত হয়েছে ৫০ আসনের একটি আধুনিক, আরামদায়ক বাস।

বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। তিনি বাসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। তিনি বলেন, “এই বাস কেবল একটি যানবাহন নয়, বরং শিক্ষার্থীদের প্রতিদিনের যাত্রার এক নির্ভরযোগ্য সহচর। এটি সময় সাশ্রয় করবে, চলাচল সহজ করবে এবং শিক্ষাজীবনে যোগ করবে স্বস্তি ও অনুপ্রেরণা। এরকম একটি উপহার আমাদের শিক্ষা ব্যবস্থার প্রতি কর্পোরেট দুনিয়ার দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল লতিফ। তিনি বলেন, “আমরা আশা করি, এই বাস শিক্ষার্থীদের যাতায়াতে শুধু আরামই নয়, বরং নিরাপত্তার নিশ্চয়তাও দেবে।”

এই বাসটি উপহার দিয়েছে দেশের অন্যতম ব্যাংকিং প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান মেহমুদ হুসাইন। তিনি বলেন, “শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। তাদের স্বপ্নপূরণের পথে সহায়তা করা আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। পবিপ্রবির শিক্ষার্থীরা একদিন দেশ ও জাতির নেতৃত্ব দেবে—এই আস্থায় আমরা এই ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করেছি। আশা করি, এটি কেবল একটি যানবাহন নয়, বরং একটি প্রেরণার প্রতীক হয়ে থাকবে।”

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “এই বাস কেবল ধাতব কাঠামো নয়—এটি শিক্ষার্থীদের সময় সঞ্চয়ের প্রতীক, নিরাপদ চলাচলের নিশ্চয়তা, এবং বিশ্ববিদ্যালয়ের প্রতি ভালোবাসার এক উজ্জ্বল নিদর্শন। পবিপ্রবি আজ আরও এক ধাপ এগিয়ে গেল। আমি আইএফআইসি ব্যাংক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।”

তিনি আরও বলেন, “জীবনটাই এক বড় চ্যালেঞ্জ, আর বিশ্ববিদ্যালয় তার শিক্ষার্থীদের সেই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করে। আজকের এই উদ্যোগ তারই একটি অংশ। শিক্ষার্থীবান্ধব একটি বিশ্ববিদ্যালয় গঠনে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মুস্তাফা, উপ-ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলামসহ ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইখতিয়ার উদ্দিন, ইএসডিএম অনুষদের ডিন প্রফেসর ড. মুহসীন হোসেন খান, আইন অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, এফবিএ অনুষদের ডিন প্রফেসর ড. সুজাহাঙ্গীর কবির সরকার, জনসংযোগ বিভাগের ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ, সহকারী রেজিস্ট্রার এম. কে. জামানসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা এবং একঝাঁক উচ্ছ্বসিত শিক্ষার্থী।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থী মারসিফুল আলম রিমন বলেন, “এই বাস আমাদের জীবনে কেবল যাতায়াতের একটি মাধ্যম নয়, বরং এটি আমাদের প্রতি বিশ্ববিদ্যালয়ের ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতিচ্ছবি। প্রতিদিনের ক্লান্তিকর যাত্রা এখন আর কষ্টকর হবে না। আমাদের মনে হচ্ছে—আমাদের কথা কেউ ভাবছে, আমাদের জন্য কেউ কাজ করছে। এই উপলব্ধি আমাদের আত্মবিশ্বাস বাড়াবে।”

 ইএইচ